অপরাধ ও দুর্নীতি ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১২

নাটোরে ৪৭০টি মূর্তিসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট

নাটোরের সিংড়ায় সাতটি নকল মূর্তি ৪৭০টি কয়েনসহ প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে ্যাব

আজ বুধবার ( ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত জানান ্যাব-১২ এর মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ

আটকরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার পিপুল সন গ্রামের মৃত রুস্তম সরকারের ছেলে শাহীন আলী (৩৩), একই গ্রামের জোরাব আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৬) আব্দুল মান্নানের স্ত্রী সুফিয়া বেগম (৫২)

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ব্রোঞ্জের মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে প্রতারিত করতো তারা ব্রোঞ্জের মূর্তিতে স্বর্ণের প্রলেপ দিয়ে সেই অংশ ভেঙে প্রতারিত ব্যক্তিকে তা পরীক্ষা করার জন্য দিতেন এভাবে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন প্রতারিত ব্যক্তিদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখতেন এবং টাকা আত্মসাৎ করে ছেড়ে দিতেন

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার পিপুলসন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয় সময় তাদের কাছ থেকে সাতটি নকল মূর্তি, তিনটি স্বাক্ষরকৃত স্ট্যাম্প, তিনটি চাকু, একটি চাপাতি একটাকা মূল্যের ৪৭০টি কয়েন উদ্ধার করা হয় ঘটনা সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে