Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

কোথায় রাখা হয়েছে সু চিকে?

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির নেত্রী অং সান সু চিকে কোথায় রাখা হয়েছে তা সেনা অভ্যুত্থানের একদিন পরও জানা যায়নি

সেনাবাহিনী এখনও সু চিকে কোথায় আটকে রেখেছে তা নিয়ে মুখ খোলেনি মিয়ানমারে সর্বশেষ নির্বাচনের ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার ভোরে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে খবর রয়টার্সের

তারা ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টকে আটক করে ওই দিন এনএলডির আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়

সোমবার সু চিকে আটকের পর কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে সেনাবাহিনী বা অন্য কোথাও থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনএলডির এক এমপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টকে গৃহবন্দি করে রাখা হয়েছে

তিনি বলেন, আমাদের উদ্বিগ্ন না হতে বলা হয়েছে যদিও আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি যদি আমরা বাড়িতে তাদের অবস্থানের কোনো ছবি হাতে পেতাম তাও কিছুটা স্বস্তি পেতাম

সোমবার এনএলডির আরও বেশ কয়েকজন এমপিকে আটক করা হয় তাদেরও রাজধানী নেপিদোতে তাদের নিজ নিজ সরকারি বাসভবনে আটকে রাখা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা

এনএলডির কেন্দ্রীয় তথ্য কমিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা কী তোয়ে ফেসবুকে এক পোস্টে সু চির স্বাস্থ্য ভালো আছেবলে জানিয়েছেন

মঙ্গলবারের ওই ফেসবুক পোস্টে তোয়ে বলেন, তিনি জানতে পেরেছেন সু চির শরীর ভালো আছে এবং তাকে যেখানে রাখা হয়েছে, সেখান থেকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই

 


আরো খবর