আন্তর্জাতিক ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:০৩

যুক্তরাষ্ট্রে আসামির গুলিতে দুই এফবিআই এজেন্ট নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু নির্যাতনে অভিযুক্ত আসামিকে ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই এজেন্ট নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন

মঙ্গলবার সকাল ৬টায় দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটনা ঘটেছে

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওই আসামিকে ধরতে গেলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ওই ব্যক্তি এক পর্যায়ে পাল্টা গুলি ছোঁড়ে এফবিআই গোলাগুলির ঘটনায় সংস্থাটির দুইজন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এফবিআই আহত হয়েছেন আরও তিনজন

এফবিআই-এর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ৬টায় পাঁচজন কর্মকর্তার ওপর হামলা চালানো হয় তারা শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে নিহত দুই এজেন্টের নাম প্রকাশ করেনি এফবিআই আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি