খেলাধুলা ২ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৪১

যে কারণে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

করোনা মহামারি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দক্ষিণ আফ্রিকা লড়ছে করোনার দ্বিতীয় ঢেউর সঙ্গে তাই আপাতত সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার

তবে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নতুন সূচিতে আপাতত টেস্ট সিরিজটি এখনই খেলছে না পূর্বের সূচী অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর শুরুর কথা ছিল অস্ট্রেলিয়ার

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি জানিয়ে বলেন, এই মুহূর্তে ঝুঁকি না নিতেই দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করা হয়েছে তাছাড়া এই সিরিজের উপর নির্ভর করছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা এখন অজিদের ফাইনাল খেলার অনেকটাই ক্ষীণ

'আপাতত দক্ষিণ আফ্রিকা সফর না করার সিদ্ধান্তটি অনেক ভেবেচিন্তে নেয়া হয়েছে সফরটি না হওয়ায় আমাদের মতো তারাও হতাশ যদিও বর্তমান পরিস্থিতি ভেবে সফরটি স্থগিত করতে হয়েছে আশা করি খুব দ্রুতই এই সিরিজটি নতুন সূচিতে হবে'

যদিও ফাইনালে খেলাটা এখন ঝুলে গেছে ভারত-ইংল্যান্ড সিরিজের উপর দুই দলের মধ্যে চার টেস্টের দুটি ড্র হলেই কেবল অজিদের ফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে

দক্ষিণ আফ্রিকা ছাড়াও গত এক বছরে বাংলাদেশ সফরও স্থগিত করে অজিরা এই সিরিজ কবে হবে আবার সেটিও জানানো হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে