আইন ও আদালত ২ ফেব্রুয়ারি, ২০২১ ০২:২৭

‘জমি সংক্রান্ত মামলার তদারকি অনলাইনে হবে’

ডেস্ক রিপোর্ট

সারাদেশে জমি সংক্রান্ত দেওয়ানি মামলা অনলাইনে তদারকি করতে সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয় এতে দেওয়ানি মামলার সহজ, স্বচ্ছ সুষ্ঠু ব্যবস্থাপনা হবে বলে মনে করছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইসফটহ্যাভেন ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সিএসএমএস স্থাপনের জন্য চুক্তি সই হয়

জমি সংক্রান্ত দেওয়ানি মামলা অনলাইনে তদারকি করলে সেখানে মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা ইউনিয়নের সঙ্গে এই সিস্টেমের যোগসূত্র থাকবে -মিউটেশন সিস্টেমের সঙ্গেও এই সিস্টেমটি একীভূত করা হবে এতে ইউনিয়ন হতে তথ্য বিবরণী দেওয়া থেকে শুরু করে আদালত পর্যন্ত তথ্য বিবরণীর কপি দাখিল পর্যন্ত অনলাইন সিস্টেম তৈরি করা সম্ভব হবে

ভূমি মন্ত্রণালয়ের পক্ষে যুগ্মসচিব মাহমুদ হাসান এবং মাইসফটহ্যাভেন (বিডি) লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাখখারুল ইসলাম চুক্তিপত্রে সই করেন এসময় ভূমি সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস

ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপিতে জানায়, সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মামলায় তথ্য বিবরণী আদালতে দেওয়া হয়েছে কি না, তথ্য বিবরণী কিভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কী ইত্যাদি বিষয়েও সিস্টেম থেকে তথ্য নেওয়া যাবে

নতুন এই সিস্টেমে আদালতের কৌঁসুলিকেও অন্তর্ভুক্ত করা হবে যাতে আদালতের তারিখ আদেশ পর্যবেক্ষণ করা সম্ভব হয় ভূমি তথ্য সিস্টেম ফ্রেমওয়ার্কের সঙ্গে আন্তঃসংযোগ করে সিএসএমএস স্থাপন করা হবে।