Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

দেশের বাজারে রেডমি ৯ নিয়ে এলো শাওমি

টেক ডেস্ক

দেশের বাজারে রেডমি ৯ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে জনপ্রিয় টেক জায়েন্ট। এই ফোনে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট ইত্যাদি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমরা রেডমি সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে মি ফ্যানদের সবসময় অপেক্ষাকৃত সাশ্রয়ীমূল্যে সর্বোচ্চ প্রযুক্তির ডিভাইস তুলে দিতে চেয়েছি। বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এফএইচডি প্লাস ডিসপ্লের রেডমি ৯ বড় ব্যাটারি আর কোয়াড ক্যামেরা সেটআপের এক অনবদ্য ডিভাইস।

এন্ট্রি লেভেলের স্মার্টফোন হলেও এতে আছে ১৩ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, অক্টো-কোর সিপিইউ, আপ টু ২.০ গিগাহার্জ। অ্যান্ড্রয়েড ১০’র সঙ্গে রয়েছে শাওমির নিজস্ব কাস্টমাইজ ইন্টারফেস, ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমের ফোনের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের ফোনটি পাওয়া যাবে ১৪ হাজার ৯৯৯ টাকায়।


আরো খবর