অপরাধ ও দুর্নীতি ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:০৯

ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারককে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুর ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৪ এর পৃথক দুটি দল গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন শামীমা বেগম, রেশমা খাতুন, আকলিমা আক্তার আঁখি, রায়হান হোসেন, তুষার রহমান, শ্রাবণ হোসেন, সাকিব ইসলাম, জাকির হোসেন, সোহেল মিয়া, লিটন শিকদার ও ওসমান গনি। এ সময় প্রতারক চক্রের হাত থেকে ১৫ ভুক্তভোগীকে উদ্ধার করে র‌্যাব ।

র‌্যাব -৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৭৫টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ২০০টি ভর্তি ফরম, ১৪০টি ভুয়া নিয়োগপত্র, আটটি ডিজিটাল সিল, ১৫টি নিবন্ধিত বই, ১০০টি জীবনবৃত্তান্ত ফরম, দুটি রেজিস্টার খাতা এবং দুটি চাকরিতে যোগদানের অঙ্গীকারপত্র ও ৪৫০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তারা আরো জানান, মিরপুরের আনন্দ সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি অফিসে প্রথমে অভিযান চালিয়ে সেখান থেকে ৯ জন প্রতারক গ্রেফতার করা হয়। পরে আশুলিয়ার এলাকায় ক্যাপটর সিকিউরিটি লিমিটেড নামে অফিসে অভিযান চালিয়ে আরো দুই জন প্রতারককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন ভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল যুবক/যুবতিদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভনের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়। এছাড়াও তারা চাকরির প্রশিক্ষণের নামে টাকা নিয়ে থাকে।