আন্তর্জাতিক ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৫৩

মিয়ানমার অভ্যুত্থান নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ'র নিন্দা

ইন্টারন্যাশনাল ডেস্ক

মিয়ানমারে সংগঠিত হওয়া সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ডি ফ্যাক্টো তথা অনানুষ্ঠানিক প্রধান সু চি-কে গ্রেফতারের ঘটনার সমালোচনা করে একে বেসামরিক নাগরিকদের বেআইনি অবরোধ বলে উল্লেখ করেছেন তিনি।

এক টুইটে বরিস বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং অং সান সু চিসহ বেসামরিক নাগরিকদের অবরোধের নিন্দা জানাচ্ছি। জনগণের ভোটকে স্বীকৃতি দিয়ে বেসামরিক নেতাদের দ্রুত মুক্তি দেয়া উচিত।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেলও মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন এবং আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট তার টুইটে বলেন, নির্বাচনের ফলকে স্বীকৃতি দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্বহাল করা উচিত মিয়ানমারের।