মুক্তিযুদ্ধ ৩১ জানুয়ারি, ২০২১ ১০:০২

আজ মিরপুর মুক্ত দিবস

ডেস্ক রিপোর্ট

আজ মিরপুর মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হলেও ১৯৭২ সালের ৩১ জানুয়ারি রাজধানীর এই এলাকাটি শত্রুমুক্ত হয়। মিরপুরের যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাবার জন্য প্রতি বছর এই দিনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মিরপুর মুক্ত দিবস পালন করে।

তবে করোনা মহামারির কারণে এ বছর জনসমাবেশ ও র‌্যালির পরিবর্তে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

আজ বিকেল ৩টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার। এছাড়া সকাল ১০টায় জল্লাদখানা বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মিরপুরের শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হবে।