রাজনীতি ৩১ জানুয়ারি, ২০২১ ০৩:৪৬

জলঢাকা পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বাবলুর জয়

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

ভোট গণনা শেষে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

বিজয়ীর নিকটতম প্রতীদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহসীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৬৫ ভোট।

এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আফরোজা পারভীন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট,স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট ও জিয়াউর রহমান চৌধুরী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৫ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল কমির বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মেয়র পদে নারিকল গাছ প্রতীক নিয়ে ১৪হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।

এ পৌরসভার মোট ভোটার ৩৩ হাজার ৬৩৪ জন।তাদের মধ্যে ২৭ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১৪টি ভোট বাতিল হয়েছে। শতকরা ৮১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বাক্সে।