Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

স্পিন দাপটে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

উপমহাদেশের স্পিনিং ট্র্যাকে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকা ৩৪ বছর বয়সে টেস্ট অভিষেকে নজর কাড়লেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নুমান আলী জোড়া স্পিন আক্রমণে করাচিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে উইকেটে হারাল পাকিস্তান

মাত্র ৮৮ রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে টেস্ট জিতে নেয় পাকিস্তান সেই সঙ্গে উপমহাদেশে শেষ ১০টি ম্যাচের মধ্যে ৯টিতে হারল দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫৮ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে পাকিস্তানি বোলাররা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ২৪৫ রান শেষ করে দেয়

অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের দলে বড় ভূমিকা নেন নুমান আলী ২৫. ওভারে মাত্র ৩৫ রান খরচ করে প্রোটিয়াদের পাঁচটি উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার উইকেট নেন লেগ-স্পিনার ইয়াসির শাহ

তবে ম্যাচের সেরা হন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম পাকিস্তানের প্রথম ইনিংসে ৩৭৮ রানের মধ্যে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ফাওয়াদ

এর আগে প্রথম ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়ে যায় গতকাল শুক্রবার (২৯ জানুয়ারী) ম্যাচের চতুর্থ দিন চার উইকেটে ১৮৭ রান নিয়ে খেলতে নেমে আড়াইশো রানের গণ্ডি ছুঁতে পারেনি দক্ষিণ আফ্রিকা টাতেম্বা বাভুমা (৪০) ছাড়া চতুর্থ দিনে বলার মতো রান করতে পারেননি ডিকক , কেশব মহারাজ , জর্জ লিন্ডে ১১, রাবাদা রান করে আউট হন অভিষেক টেস্টে উইকেট নিয়ে নজর কাড়েন নুমান

জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৮৮ রান পাকিস্তান উইকেটের বিনিময়ে ৯০ রান তুলে ম্যাচ জিতে নেয় ইমরান বাট ১২, আবিদ আলি ১০ বাবর আজম ৩০ রান করে আউট হন আজহার আলি ৩১ ফাওয়াদ আলম রানে অপরাজিত থাকেন নরকিয়া ২টি মহারাজ ১টি উইকেট নেন এই জয়ের ফলে দুই টেস্টের সিরিজে - এগিয়ে গেল পাকিস্তান

 


আরো খবর