খেলাধুলা ২৯ জানুয়ারি, ২০২১ ০৩:২৫

প্রতিভাবান ফুটবলারের খোঁজে নামছে বাফুফে

স্পোর্টস ডেস্ক

ফুটবল প্রতিভার খোঁজে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাল শনিবার থেকে তাদের খেলোয়াড় বাছাই শুরু হবে দেশব্যাপী এই কর্মসূচিতে তিন ধাপে ৬৪ জেলা ৮টি বিভাগ থেকে অনূর্ধ্ব-১৫ বয়সী খেলোয়াড় বাছাই করা হবে বাছাই করাদের নিয়ে ফুটবল একাডেমিতে হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে স্থানীয় ২০ জন কোচ থাকবেন এই কার্যক্রমে

এবার কমলাপুর স্টেডিয়ামকে একাডেমির ভেন্যু নির্ধারণ করেছে বাফুফে আগামী মার্চ থেকে সেখানে একাডেমির কার্যক্রম চালু করার লক্ষ্যেই মূলত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু হচ্ছে প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘মূলত একাডেমির কার্যক্রম কমলাপুর স্টেডিয়াম আগামী মার্চ থেকে শুরু করার লক্ষ্যে আমরা প্রতিভা অন্বেষণ করতে যাচ্ছি সামনে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং আগামী বছর এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব আছে সব চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি হবে

তাই এবারের উদ্যোগ সফল করার কথাও বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘প্রতিভা অন্বেষণ একটা ধারাবাহিক প্রক্রিয়া সেটা আমাদের চালিয়ে নিতেই হবে এখনই একাডেমির জন্য কোন স্পন্সর পাইনি তবে আমাদের সভাপতি ডেভেলপমেন্ট কমিটির প্রধান আশ্বাস দিয়েছেন অর্থ এই উদ্যোগে কোন বাধা সৃষ্টি করবে না

কমলাপুর স্টেডিয়ামে বর্তমানে ৮০ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে বাফুফে সরকারের সহায়তায় সেটিকে বাড়িয়ে ১৫০- উন্নীত করতে চায় তবে আবাসন সুবিধা বাড়াতে সময় লাগবে এক বছর তার আগেই শুরু হবে একাডেমির কাজ