বিনোদন ২৮ জানুয়ারি, ২০২১ ০৪:২৮

তানিয়ার প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

এক বছরের বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া আহমেদ। ইতমধ্যে জিটিভির ‘অনন্যা’ অনুষ্ঠানের শুটিং করছেন তিনি। এছাড়া গেল বছর পুরোটাই আমেরিকায় ছিলেন তিনি। করোনাভাইরাসের কারণে লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। প্রায় ১৪ মাস আমেরিকায় থাকতে হয়েছে তাকে। এবার কাজে ফিরে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।

এ নিয়ে তানিয়া বলেন, অনেক দিন পর কাজ শুরু করেছি। করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে গেছে। একটা বছর এভাবে কেটে যাবে ভাবিনি। তবে নতুন বছর আবার কাজ শুরু করলাম। কাজের মধ্য দিয়ে গেল বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো।

আজকের ‘অনন্যা’ অনুষ্ঠানটি নিয়ে এ অভিনেত্রী বলেন, জিটিভি চালু হওয়ার পর থেকেই আমি এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছি। দীর্ঘদিনের পথচলায় এ অনুষ্ঠানকে আমার নিজের সন্তানেরই মতোই অনুভূত হয়। গত কয়েক বছরে অনুষ্ঠানের আঙ্গিক কিছুটা বদলেছে। তবে মূল বিষয় যা ছিল তাই আছে।

অভিনয় পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই সালাউদ্দিন লাভলুর পরিচালনায় সাত পর্বের একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করবো। এরইমধ্যে বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাবও পেয়েছি। ব্যাটে-বলে মিলে গেলে নতুন বিজ্ঞাপনেও দেখা যাবে।

তিনি যুক্ত করে আরো বলেন, করোনার কারণে শোবিজের বেশ কজন গুনী মানুষকে গেল বছর আমরা হারিয়েছি। সত্যি বলতে, করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই শিক্ষা কাজে লাগাতে হবে।