খেলাধুলা ২৮ জানুয়ারি, ২০২১ ০৩:৪৫

যার উপর আস্থা রাখল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হারের পর ক্যাপ্টেন টিম পেইন সমালোচিত হলেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার উপরই আস্থা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া তবে ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ম্যাথু ওয়েড মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া পেইনের হাতেই নেতৃত্বের ব্যাটন রেখে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের ১৯ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া

ঘরের মাঠে ভারতের কাছে - সিরিজ হারের পর পেইনের নেতৃত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছিল তবে অজি নির্বাচকরা আরও একবার পেইনের উপর আস্থা রাখলেন প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, পেইন ভারতের বিরুদ্ধে সাত নম্বরে দারুণ ব্যাটিং করেছে টেস্টে উইকেটকিপিং ক্যাপ্টেন্সি নিয়ে আমরা এখনই বড় সিদ্ধান্ত নিতে চায় না

পেইন নেতৃত্ব ধরে রাখতে পারলেও দক্ষিণ আফ্রিকা সফরের দলে জয়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন ওয়েড ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে খারাপ ফর্মের কারণে ওয়েডকে বাদ দিয়ে অ্যালেক্স ক্যারিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রেখেছে অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক হনসের মতো পেইনের নেতৃত্বে আস্থা রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশানাল টিম চিফ বেন অলিভার বলেন, কোচ দলের অনান্যরা টিমকে সমর্থন করেছে সুতরাং বর্ডার-গাভাস্কর ট্রফির ফলাফলের জন্য ওকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না

সদ্য ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে এগিয়ে গিয়েছিল পেইনের অস্ট্রেলিয়া কিন্তু সিরিজের বাকি তিনটি টেস্টে কোহলির অনুপস্থিতিতে আজিংকা রাহানের নেতৃত্বে সিরিজ জেতে ভারত মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর পর সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট ড্র করতে সক্ষম হয়েছিল ভারত আর ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে - সিরিজ জিতে নেয় ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট দল: টিম পেইন (ক্যাপ্টেন), প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, মোজেস হেনরিক্স, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, মিচেল নাসের, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকেটি, মিচেল সোয়েপসন ডেভিড ওয়ার্নার৷