রাজনীতি ২৫ জানুয়ারি, ২০২১ ০৫:২৮

মেয়র স্ত্রীর ওপর ডিম নিক্ষেপ, আহত ৩ নারী

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রচারণার সময়ে বরগুনার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের স্ত্রীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। এসময় প্রচারণার মাইক ভাঙচুরেরও অভিযোগ পাওয়া যায়।

গতকাল রোববার বিকেলে বরগুনা পৌর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাদাত হোসেনের স্ত্রী হেনারা বেগম, ইভা মনি (২০) ও তামান্না লাবনী (২৪) নামের তিনজন আহত হয়েছে।

এ বিষয়ে হেনারা বেগম জানান, তিনি তার স্বামী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণার জন্য পৌরসুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে যান। প্রেসক্লাবের গলিতে প্রচারণার সময় মুখে রুমাল বাঁধা অজ্ঞাতপরিচয় এক যুবক তাদের লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক ডিমের খাঁচা দিয়ে তিনজনকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের আদনান অনিক ও তানভীর হোসাইন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

হেনারা বেগমের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজের সমর্থকরা এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুল আহসান মহারাজ বলেন, বর্তমান মেয়র বরগুনার ঐতিহ্যবাহী পৌর মার্কেটকে কুক্ষিগত করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। ব্যবসায়ীরা তার দুর্নীতির কারণে ক্ষুদ্ধ হয়ে প্রচারকদের লাঞ্ছিত করে থাকতে পারে। এ ঘটনায় আওয়ামী লীগ বা আমার সমর্থকরা কেউ জড়িত নয়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ   সুপার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। প্রত্যেক প্রার্থী যাতে নিরপদে প্রচারণা চালাতে পারেন সেজন্য যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।