সারাদেশ ২২ জানুয়ারি, ২০২১ ০৩:৩৫

প্রিজমের পুতুল তৈরী ও ব্লক ডিজাইন প্রশিক্ষণ সমাপ্ত

ডেস্ক রিপোর্ট

রাঙ্গামাটি ও চাঁপাইনবাবগঞ্জে পুতুল তৈরী ও ব্লক প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

রাঙ্গামাটির সদর উপজেলার বাঘাইছড়িতে কাপড় দিয়ে পুতুল তৈরী প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুড অফিস মোড়ে আদিবা বুটিক হাউজ এবং টেইলরে ৫ দিনব্যাপী ব্লক ডিজাইন ও প্রিন্ট কোর্সে ১৫ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।