সারাদেশ ২১ জানুয়ারি, ২০২১ ১১:২০

চতুর্থদিনের মতো কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে রাজধানীর কামরাঙ্গীরচরের ঠোটারমাথা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে বলে জানিয়েছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী অভিযানে পাঁচ তলা বিল্ডিংসহ মোট ১৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

খোঁজ নিয়ে জানা গেছে, কামরাঙ্গীরচর এলাকায় গত চার দিনের বিআইডব্লিটিএ কর্তৃপক্ষের টানা অভিযানে প্রায় ৩০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এরমধ্যে কাঁচা পাকা ভবন রয়েছে যার সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে

A

এদিকে, কামরাঙ্গীরচর এলাকার একপাশে বুড়িগঙ্গা নদী অন্যপাশে আদি বুড়িগঙ্গা খাল এর মাঝখানে এই কামরাঙ্গীরচর সেখানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে প্রায় ৩৫০ থেকে ৪৫০টি স্থাপনা রয়েছে যার মধ্যে চার থেকে পাঁচ তলা ভবনসহ টং ঘর রয়েছে বিআইডব্লিউটিএ এই উচ্ছেদ অভিযানে কাউকে ছাড় দিচ্ছে না শুধুমাত্র সরকারি স্কুল, মসজিদ, মন্দির যেহেতু সরকার থেকে এখনো সিদ্ধান্ত হয়নি এগুলো কিভাবে সরিয়ে নেওয়া হবে তাই এইগুলো ভাঙা হচ্ছে না এগুলো ছাড়া আর যত স্থাপনা আছে সবগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

তবে কামরাঙ্গীরচর এলাকার মানুষজন অভিযোগ করছেন, এর আগে কর্তৃপক্ষ যে সীমানা পিলার দিয়েছিল তারা সেই সীমানা পিলারের মধ্যেই তাদের স্থাপনা তৈরি করেছিলেন কিন্তু সেই স্থাপনাগুলো বিআইডব্লিউটিএ উচ্ছেদ করে দিচ্ছে