অর্থ ও বাণিজ্য ২১ জানুয়ারি, ২০২১ ১০:২৭

সূচকের মিশ্র প্রবণতায় বাড়ছে ডিএসইতে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয় দর বেড়েছে ১২১টির এবং কমেছে ১৫৯টির বাকি ৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪১৬ কোটি চার লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৯০ কোটি ৯০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট অর্থাৎ লেনদেন বেড়েছে ১২৫ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকা। এদিন ৩৭ কোটি ৮০ লাখ ৫৭ হাজার ৫৬১টি শেয়ার দুই লাখ ৭৫১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয় অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮২৭ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে এক হাজার ২৯০ দশমিক শূন্য ছয় পয়েন্টে অবস্থান করে অন্যদিকে ডিএস৩০ সূচক চার দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে দুই হাজার ২০৭ দশমিক ৪৯ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন দুই হাজার ২৪৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৯১ হাজার ৮৭৯ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড কোম্পানিটির ১৪৩ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ২০ পয়সা কমেছে দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের ১৩২ কোটি ১৮ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ারদর পাঁচ টাকা ৭০ পয়সা বেড়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৯২ কোটি ৫৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয় শেয়ারদর দুই টাকা ৮০ পয়সা বেড়েছে।

এর পরের অবস্থানগুলোয় থাকা সামিট পাওয়ার লিমিটেডের ৭৯ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭১ কোটি ৪২ লাখ শূন্য সাত হাজার টাকার, সিটি ব্যাংক লিমিটেডের ৩৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩০ কোটি ১১ লাখ ৭৮ হাজার, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ২৬ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ২৪ কোটি ৭২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৪৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড অগণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, রবি আজিয়াটা লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫০ শতাংশ, এসএস স্টিল লিমিটেডের আট দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বেড়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সাত দশমিক ৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের সাত দশমিক শূন্য এক শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ছয় দশমিক ৮৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ছয় দশমিক ৫৭ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ছয় দশমিক ৪৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে ১০ হাজার ২৫০ দশমিক ৬৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৬ হাজার ৯৮৭ দশমিক শূন্য। দুই পয়েন্টে অবস্থান করে সিএসইতে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৭টির এবং ৬০টির দর অপরিবর্তিত ছিল সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৩২৮ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট এ হিসাবে লেনদেন কমেছে ২৭ কোটি ৮৮ লাখ ৫২ হাজার ৯৬৮ টাকা।