সারাদেশ ২১ জানুয়ারি, ২০২১ ০৩:৩৮

আ.লীগ নেতাকে মারধরের প্রতিবাদে উত্তাল বরিশাল

নিজস্ব প্রতিবেদক

বরিশালে আওয়ামী লীগ নেতাকে মারধর ও লাঞ্চিতের অভিযোগ তুলে বিচার দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও নৌযান চলাচল বন্ধ করে প্রতিবাদ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সিটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম জানান,বিসিক শিল্প নগরীর ফরচুন শু কোম্পানির মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা নেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনি বলেন, বরিশাল সিটির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার গতকাল বুধবার দুপুরে মিজানুর রহমানের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় সোহাগকে তুলে নিয়ে ফরচুন কারখানায় আটকে রেখে মারধর করা হয়। পরে তাকে মিথ্যা অভিযোগে থানায় দেয় তারা।

পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করতে চায়। কিন্তু পুলিশ মামলা নিতে না চাইলে সন্ধ্যার পরে নেতাকর্মীরা থানা ঘেরাও করে। ফলে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস এবং ঢাকাগামী লঞ্চ চলাচল।

পুলিশ আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ১০টা থেকে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

তবে ব্যবসায়ী মিজানুর রহমানের অভিযোগ, সোহাগ তার কারখানার এক নারী শ্রমিককে উত্ত্যক্ত করছিলেন। এ কারণে তাকে ধরে পুলিশে দেন তারা।

থানা ঘেরায়ের কথা অস্বীকার করে পুলিশ কর্মকর্তা ফজলুল করিম বলেন, মারধরের ঘটনায় সোহাগ হাওলাদার বাদী হয়ে মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোহাগের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।