জাতীয় ১৯ জানুয়ারি, ২০২১ ১১:১৭

ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে ভাসানচরে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, রোহিঙ্গারা এতদিন ভুল বুঝেছিল যে, ভাসানচরে তাদের নানা ধরনের অসুবিধা হবে কিন্তু ভাসানচরের সুযোগ-সুবিধা নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে

মঙ্গলাবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার আওতাধীন নবগঠিত ভাসানচর থানা উদ্বোধন করেছেন

এটি জেলার দশম থানা হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে এই নতুন থানা গঠিত হয়

এসময় তিনি বলেন, ‘রোহিঙ্গারা তাদের দেশে ফেরৎ যাবে ভাসানচর আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য থানা উদ্বোধন করা হয়েছে রোহিঙ্গারা এতদিন ভুল বুঝেছিল যে, এখানে তাদের নানা ধরনের অসুবিধা হবে ভাসানচরের সুযোগ সুবিধা নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে

প্রসঙ্গত, ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২০১৭ সালে নবগঠিত থানা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় ২০১৯ সালে ২১ অক্টোবর প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৬তম সভায় থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয় ২০১৯ সালের ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ভাসানচর থানার জন্য ২৪টি পদ অনুমোদন করে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদগুলির মঞ্জুরী প্রদান করে