সারাদেশ ১৯ জানুয়ারি, ২০২১ ০৮:২৭

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে ঘন কুয়াশার কারণে নৌরুটে গতকাল সোমবার রাত ৩টা থেকে আজ মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল

নৌরুটে গতকাল সোমবার রাত ৩টার পর কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুঘর্টনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে বসে থাকতে বাধ্য হয়

দীর্ঘ সময় ফেরি লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত প্রায় ৯কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে ফলে ফেরি লঞ্চ পারাপার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পাটুরিয়া ঘাট এলাকায়  কয়েকশবাস কোচ ট্রাকসহ বিভিন্ন যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, মঙ্গলবার সকালে কুয়াশা কমতে থাকলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে  রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে তিনটি ফেরি বিকল থাকায় ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে