জাতীয় ১৮ জানুয়ারি, ২০২১ ১২:১৩

যে কারণে কর্মহীন হচ্ছে কানাডা প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট

কানাডায় কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। অন্টারিও অঙ্গরাজ্যে জরুরি অবস্থার কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এক রকম ঘরে বসে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে হচ্ছে তাদের।

একদিকে করোনা মহামারি, অন্যদিকে তীব্র শীত। দুইয়ে মিলে স্থবির গোটা কানাডা। আক্রান্তের সাথে সাথে প্রতিদিনই বাড়ছে মৃতের তালিকা। পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘ দিন ধরে পুরো কানাডায় জারি রয়েছে লকডাউন।

দেশটির সবচেয়ে রাজ্য কুইবেকে করোনা মহামারি মারাত্মক আকার ধারণ করায় গেল ৮ জানুয়ারি এক মাসের রাত্রিকালীন কারফিউ জারি করে কর্তৃপক্ষ। পরের দিন অন্টারিও অঙ্গরাজ্যে জারি করা হয় জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতে ঘরে বসে দিন পার করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।

এক কানাডা প্রবাসী বাংলাদেশি বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতির মতো এরকম ভয়াবহ অবস্থা আর কখনো দেখিনি। আগে আমরা যখন-তখন ঘর থেকে বের হয়ে যেতে পারতাম বর্তমানে সরকার কারফিউ জারি করেছে রাত ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। যার কারণে যে যা কিছুই করি সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে যায়।'

কানাডায় গত একদিনে মারা গেছে ১শ' ৩০ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ।