সারাদেশ ১৮ জানুয়ারি, ২০২১ ০৯:১৫

যেভাবে খুন হলেন আ.লীগ কর্মী আফসার

নিজস্ব প্রতিবেদক

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আফসার হোসেন সিকদার (৫১) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করেছে নিহতের পরিবার আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল শের- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন

আফসারের ছেলে রাসেল সিকদার জানান, আফসার মেহেন্দিগঞ্জ পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দারের পক্ষে কাজ করছিলেন তার পক্ষ ত্যাগ করে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য গত শনিবার ওই প্রার্থীর কর্মীরা আফসারকে হুমকি দেয়

এর জের ধরে রবিবার দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর শহরের পাতারহাট আরসি কলেজের সামনে প্রতিপক্ষের লোকজন আফসারের ওপর অতর্কিত হামলা চালায় তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে এতে সে অচেতন হয়ে পড়লে প্রথম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শের- বাংলা মেডিকেক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আফসারের পরিবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে আফসারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দার

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ঘটনা তদন্ত করে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

আগামী ৩০ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে