স্বাস্থ্য সেবা ১৭ জানুয়ারি, ২০২১ ০৯:১৭

গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন

নিজস্ব প্রতিবেদক

গ্লোব বায়োটেকের তৈরি করোনার টিকাবঙ্গভ্যাক্স’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন জমা দিয়েছে সিআরও লিমিটেড

আজ রোববার বেলা সাড়ে ১১টায় গ্লোব বায়োটেকের পক্ষে সিআরও লিমিটেড বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন জমা দেওয়া হয়

মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবেন ৫৭ জনের একটি দল

দলের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল জানান, আবেদনে একসঙ্গে প্রথম দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে অনুমোদন পাওয়ার ১০ দিনের মধ্যেই ট্রায়াল শুরু করা হবে শতাধিক সেচ্ছাসেবকের ওপর টিকা প্রয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে

গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে জাতীয় আন্তর্জাতিক প্রয়োজনে গ্লোব বায়োটেক গবেষণার পাশাপাশি কোভিড-১৯ শনাক্তকরণ কিট, টিকা ওষুধ আবিষ্কার সংক্রান্ত গবেষণা শুরু করে সিইও . কাকন নাগ সিওও . নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে তারাকোভিড-১৯প্রতিরোধে টিকা (ভ্যাকসিন) আবিষ্কার করতে সক্ষম হয়েছে

জুলাই এক সংবাদ সম্মেলনে গ্লোব ঘোষণা দেয়, প্রাণীদেহের ওপর এই ভ্যাকসিনের প্রথম ধাপের ট্রায়াল তারা সফলভাবে শেষ করেছে পরবর্তী ধাপগুলো ঠিকঠাকমতো শেষ করতে পারলে ছয় থেকে সাত মাসের মধ্যে তারা টিকা বিপণন করতে পারবে এদিন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ প্রেজেন্টেশনের মাধ্যমে এই ভ্যাকসিন সম্পর্কে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা করোনা ভ্যাকসিন আবিষ্কারে সফল হয়েছি