অপরাধ ও দুর্নীতি ১৫ জানুয়ারি, ২০২১ ১১:৫৬

চট্রগ্রামে জুয়ার আসরে থেকে আটক ১২

ডেস্ক রিপোর্ট

জুয়ার আসরে অভিযান চালিয়ে চট্রগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দীন বাজার এলাকায় ১২ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জুয়ার ২৬ হাজার ২৭০ টাকা ও খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রিয়াজউদ্দিন বাজার ওয়াবদা গলির লাকী মার্কেটের ৩য় তলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার ২৬ হাজার ২৭০ টাকা ও খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আটক ১২ জন হলেন- মো. আতাউর রহমান (৪৮), জানে আলম (৫০), রুপম দাশ (৪৮), মো. শাহ জালাল প্রকাশ আরাফাত (২০), আলী আহম্মদ (৬২), আলী হোসেন (৫৬), মো. নাসির (৩৮), মো. রফিক (২৯), মো. শফিউল আলম (৪৫), জুয়েল উদ্দিন (৩৫), মো. আমিরুল ইসলাম প্রকাশ আতিক (৩৫) এবং মো. আনিসুল ইসলাম (২৮)।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার এসআই আবু কালাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।