বিনোদন ১৫ জানুয়ারি, ২০২১ ০৫:৫৮

অভিনয় ছাড়লেও ছাড়েনি সিনেমা জগত

শিলা আক্তার মৌ

ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা সারাহ বেগম। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। যিনি পরবর্তী সময়ের দর্শকদের কাছে করবী নামে পরিচিতি পায়।

সময়ের সাথে অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ হিসেবেও।

‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় আসেন তিনি। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘আমার বাড়ী আমার খামার’ ছবিটির কাজ শেষের পথে। এখন চলছে ডাবিং এর কাজ।

পরিচালনার পাশাপাশি রূপালী পর্দার এই অভিনেত্রী গল্প লেখায় ব্যস্ত। ২০১৭ সালে অমর একুশে বইমেলায় প্রকাশ করছেন ‘স্মৃতিটুকু থাক’ বই। এছাড়াও সিনেমার জন্য স্ক্রিপ্ট ও লিখছেন বলে জানা যায়। এত ব্যস্ততার মাঝেও এ অভিনেত্রী ‘এই তুমি সেই আমি’ নামের নতুন একটি ছবির নির্মাণকাজ শুরু করেছেন গেল বছর।

গল্প লেখা শেষ হলেই সিনেমার জন্য অভিনয় শিল্পীদের অডিশনের কাজ শুরু করবেন বলেও জানান তিনি।

‘এই তুমি সেই আমি’ পরিচালনার মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙলেন কবরী। তার পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না, যা ২০০৫ সালে মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’  ছবিটি পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।

উল্লেখ্য, বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী। ১৩ বছর বয়সে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। মাত্র ৩০ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েরছেন শতাধিক ছবি। এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনে জয় লাভ করে সংসদ সদস্য হয়ে জনগণের পাশে কাজ করছেন সাত ভাই চম্পা’খ্যাত অভিনেত্রী।