বিনোদন ১১ জানুয়ারি, ২০২১ ০৪:২৪

‘ভালো কাজের দিকে মনোযোগ দিতে হবে’

বিনোদন ডেস্ক  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অসুস্থতার জন্য পর্দা থেকে বিরতিতে ছিলেন। সম্প্রতি জানা গেছে গেল ৭ই জানুয়ারি শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা। আবু হায়াত মাহমুদের 'স্বর্নমানব' শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে তিনি ক্যামেরার সামনে ফের দাড়ালেন এ অভিনেতা।

এদিকে, গেল বছরের শেষের দিকে করোনায় আক্রান্ত হন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন থাকতে হয়েছে হাসপাতালেও। অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে আজিজুল হাকিম জানান, মার্চের আগে নিয়মিত কাজ করবো না। নতুন কোনো কাজ তাই হাতে নিচ্ছি না। তবে আমার কিছু ধারাবাহিক নাটক আছে। সেগুলোর নির্মাতারা যদি ঠিক মতো নিরাপত্তা দিতে পারেন তাহলে সেসব কাজ করবো।এর বেশি না। 'স্বর্নমানব' কাজটি করার কারণ হলো এটি একটি সিকুয়েল। আগের খণ্ডগুলোতে আমার চরিত্রটির ধারাবাহিকতা রক্ষার জন্য কাজটি করেছি।

তিনি আরও বলেন, সবার দোয়ায় মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। এখন ভালোর দিকে আছি। তবু কয়েকদিন পরপর চেকআপ করছি। সবার কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি আমার অসুস্থতার সময়ে পাশে থাকার জন্য।

এ অভিনেতা যুক্ত করে আরও বলেন, গেল বছর আমাদের জন্য সুখকর ছিলো না। করোনায় আক্রান্ত হয়ে আমাদের অনেক কাছের মানুষের মৃত্যু হয়েছে। সারা বিশ্ব থমকে গেছে। প্রত্যাশা করছি নতুন এ বছর সবার জন্য সুন্দর হবে।

এছাড়া, দীর্ঘ সময় হাকিম শোবিজে আছেন। এখনো সমান জনপ্রিয়তা নিয়েই কাজ করছেন। নতুনদের জন্য কী বলবেন? উত্তরে তিনি বলেন, ভালো কাজের দিকে মনোযোগ দিতে হবে। শুধু কাজের সংখ্যা বাড়ানো আর তারকাখ্যাতির পিছনে ছুটলে হবে না। যারা এমন করেছে তারা হারিয়ে গেছে। ভালো কাজ করলে দর্শকরাই তারকা বানাবে।