সারাদেশ ৯ জানুয়ারি, ২০২১ ০৮:২২

সচিবালয়ের এলাকা হচ্ছে সবচেয়ে বেশি শব্দদূষণ

নিজস্ব প্রতিবেদন

বাংলাদেশে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় রাজধানীতে সচিবালয়ের আশপাশ এলাকায় এর ফলে সচিবালয় এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে সেখানে দায়িত্ব পালন করার সময় ৯.৬ ভাগ পুলিশ সদস্যের শ্রবণশক্তি কমেছে

স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত এ গবেষণায় বলা হয়েছে, সচিবলায় এলাকা নীরব এলাকা ঘোষণা করার পর এক সেকেন্ডও নীরব ছিল না শব্দের দূষণ ৮.৪৬ ভাগ বেড়েছে

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর সচিবালয়ের চারপাশের এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করে সরকার শুরুতে হর্ন বাজানোর কারণে জরিমানা করার জন্য পরিবেশ অধিদফতর মোবাইল কোর্টও পরিচালনা করে কিন্তু আস্তে আস্তে এসব কার্যক্রম থেকে যায়