শিক্ষা ৩১ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৮

পদত্যাগ করলেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার

ডেস্ক রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী পদত্যাগ করেছেন। গতকাল বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট তার পদত্যাগ গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম।

গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত চিঠিতে রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ করেছে। তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বুধবার পদত্যাগ করেছেন।

রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে বলার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৫ এর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ২০১৭ এর পরিবর্তিত নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত নীতিমালা পরিবর্তন এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী তদন্ত কমিটিকে বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা করেছেন, যা অসদাচরণের সামিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।