খেলাধুলা ৩১ ডিসেম্বর, ২০২০ ০৩:৩৩

ড্র দিয়েই বছর শেষ করল রিয়াল

স্পোর্টস ডেস্ক

এ বছরের শেষ ম্যাচ খেলতে নেমেছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় এলচের সাথে ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল।

২০তম মিনিটে মার্কো আসেনসিওর দূরপাল্লার শটে বল লাফিয়ে ওঠা গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে বাধা পায়। তবে ফিরতি বল ছুটে গিয়ে হেডে জালে জড়ান মদ্রিচ। চোট কাটিয়ে ফেরা ক্রোয়াট মিডফিল্ডারের আসরে এটা তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ফিদেল। ডি-বক্সে আন্তোনিও বারাগানকে ডিফেন্ডার দানি কারভাহাল টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে এলচে।

এর আগে লুইস সুয়ারেসের একমাত্র গোলে গেতাফেকে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। পরের দুটি স্থানে থাকা সেভিয়া ও ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬। তবে সেভিয়া খেলেছে ১৪ ম্যাচ। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা।