বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৫৩

যে ধর্মগ্রন্থ নিয়ে মহাকাশে যাবেন মুসলিম নভোচারী

হাজা আল মানসুরি

হাজা আল মানসুরি

আন্তর্জাতিক ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হাজা আল মানসুরি। প্রথম আরবীয় হয়ে মহাকাশ যাচ্ছেন তিনি।

আমিরাতের জাতীয় পতাকার সাথে মহাকাশে পবিত্র কোরআন মাজিদের পাণ্ডুলিপি নিয়ে যাচ্ছে এই নভোচারী। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করাে

প্রতিবেদনে আরাে বলা হয় মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন হাজা মানসুরি।

সে হিসাবে কোরআনের একখন্ড পান্ডুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বােনা আমিরাতের পতাকা, কিসাতি (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান নাহইয়ানের ছবি এবং আল ফ' গাছের ৩০টি বীজ মহাকাশে নিয়ে যাচেহন এই আরবীয় নভোচারী।