খেলাধুলা ২৮ ডিসেম্বর, ২০২০ ০১:০০

আইসিসির কঠোর সমালোচনা শোয়েব আখতারের

শোয়েব আখতার

শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

গতকাল রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দশক সেরা ক্রিকেটার এবং একাদশের তালিকা প্রকাশ করেছে এই তালিকায় একজনও পাকিস্তানি ক্রিকেটারের নাম না থাকায় ক্ষিপ্ত হয়েছে পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা

দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতারের ভাষ্যমতে, আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের একাদশের বদলে ভারতের আইপিএল একাদশ বানিয়েছে

শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'তারা (আইসিসি) পাকিস্তানের কোনো ক্রিকেটারকে এই একাদশে জায়গা দেয়নি তোমাদের এই দশকসেরা টি-টোয়েন্টি দল আমাদের প্রয়োজন নেই কারণ তোমরা আইপিএল দল ঘোষণা করেছ, কোনো বিশ্ব একাদশ নয়! আইসিসি সম্ভবত ভুলে গেছে যে, পাকিস্তানও আইসিসির সদস্য দেশ এবং তারাও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে তারা বাবর আজমকে দলে নেয়নি যে কি না আইসিসি টি-টোয়েন্টি ্যাংকিংয়ের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান!'

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের পাশাপাশি ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই আইসিসির নিত্যনতুন নিয়মাবলীর ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন শোয়েব

তিনি বলেন, 'আইসিসি শুধুমাত্র টাকা, স্পন্সরশিপ এবং টিভি রাইটসের কথা ভাবে ওয়ানডে ক্রিকেটে তারা দুই নতুন বল এবং তিন পাওয়ার প্লে নিয়ম চালু করেছে এখন কোথায় ডেনিস লিলি, জেফ থমসন, ওয়েস্ট ইন্ডিজের বিগ ফাইভ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরা? বিশ্বসেরা ফাস্ট বোলার, লেগস্পিনার কোথায় এখন?'