সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২০ ০১:৩০

মদের কারখানায় ডিসির হানা, উদ্ধার ৪ হাজার লিটার

নিজস্ব প্রতিবেদক

নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ এ সময় ৩ জনকে আটক করা হয় আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আজ রোববার নাটোরের জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

গোপন সংবাদের  ভিত্তিতে গজেন্দ্র চাপিলা ও মহারাজপুর পাইকপাড়া গ্রামে অভিযান র‍্যাব ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়

এসময় আটককৃত ৩ জন হলেন পাইকপাড়া গ্রামের বীরশা পাহানের ছেলে ওপেন পাহান (৪৫), গজেন্দ্র চাপিলা গ্রামের কানাই রায়ের ছেলে সুকুমার রায়(৪০) ও একই গ্রামের মৃত ভরত রায়ের ছেলে শংকর গোবিন্দ (৪৫)

চোলাই মদ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে তিন ব্যক্তিকে তিনটি মামলায় সাজা প্রদান করা হয় এদের মধ্যে একজনকে ২ বছরের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং বাকি দুই জনের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এসময় তাদের নিকট হতে আনুমানিক সাড়ে তিন হাজার লিটার চোলাই মদ জব্দ ও বিনষ্ট করা হয়