সারাদেশ ২৫ ডিসেম্বর, ২০২০ ১২:২৯

বিটেশ্বরে আসিফ সরদারের করোনা সচেতনতামূলক কার্যক্রম

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বরে নতুন প্রজাতির করেনা ভাইরাস করোনার ২য় ধাপে সংক্রমণ এড়াতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক এবং বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসিফ সরদার।

আজ শুক্রবার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর বাজারে মোঃ আসিফ সরদারের উদ্যোগে কার্যক্রমে অংশ নেয় স্থানীয়রা।

এসময় তারা করোনার ভাইরাসের ২য় ঢেউ এবং নতুন প্রজাতির করোনা ভাইরাসের ঝুঁকি সম্পর্কে সচেতন করে স্থানীয়দের মাঝে মাস্ক বিতরন করেন।

মোঃ আসিফ সরদার বলেন, এই মহামারিতে সবাইকে আরো সচেতন হতে হবে। বার বার হাত ধোয় এবং অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে। কেননা করোনার ২য় ধাপ শুরু হচ্ছে, এছা্ড়াও আমাদের দেশেও নতুন প্রজাতির করেনা ভাইরাস সনাক্ত হয়েছে।