বিনোদন ২৫ ডিসেম্বর, ২০২০ ০৬:১৯

বড়দিনে বিশেষ আয়োজন ‘যিশু এসেছিল, আসবেন’

বিনোদন ডেস্ক

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) আজ আজকের দিন উপলক্ষে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ ডকুফিল্ম ‘যিশু এসেছিল, আসবেন’ কাহিনীচিত্রের আদলে মহান যিশু খৃস্টের আগমন ও তার পুনঃ আগমনের বার্তাকে উপজিব্য করে নির্মিত হয়েছে আগামীকাল বেসরকারী টেলিভিশন মাই টিভিতে বেলা ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে এটি

চলচ্চিত্রটি প্রসঙ্গে এর নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন, ‘বড় দিন’ উৎসবকে ঘিরে এই চলচ্চিত্রটিতে খুবই ছোট পরিসরে জিসাস ক্রাইস্টকে তথা যিশুকে এবং মুসলিম কমিউনিটির জন্য হজরত ঈসা (আঃ) এর জীবনীটুকু দেখাতে চেয়েছি পৃথিবীতে অসংখ্য নির্মাতা জিসাসের উপর নানা ধরণের চলচ্চিত্র নির্মাণ করেছে আমিও খানিকটা ছোট্ট আয়োজনে এই নির্মাণের মধ্য দিয়ে যিশুর জীবন আদর্শকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি

তিনি আরও বলেন, জিসাস এর ভুমিকায় নবাগত রুদ্র হক অভিনয় করেছেন পুরোনোদের নিয়ে করলে তাঁদের স্বভাবসুলভ বিচরণ যিশুকে ধারণ করতে সক্ষম হত না বলেই নতুন একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি রুদ্র ভাল করেছে, হয়তো যারা এই কাহিনীচিত্র দেখবে তারাই সঠিক রায় দিতে পারবে আমি আশা করছি, তারা আশাহত হবে না

চলচ্চিত্রটিতে যিশু খৃস্টের চরিত্রটিতে অভিনয় করেছেন রুদ্র হক ম্যারির ভুমিকায় রূপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসি বিশ্বাস

চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, জেসাস ক্রাইস্ট এবং মাদার ম্যারি সম্পর্কে আমরা জানি একরকম কিন্তু অনেকভাবেই কল্পনা করা যায় এই কল্পনার জায়গাটা প্রসারিত করে সুন্দর একটা ফিকশন তৈরি করা হয়েছে বড়দিন উপলক্ষে

চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এনামুল হক, জাভেদ ওমর, ভাবনা, আহসান হাবীব সুমন, শিমুল চৌধুরী, সজীব সরকার, সাজ্জাদ ছাড়াও শতাধিক অভিনয় শিল্পী