Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

সত্যি কি সৌদি যুবরাজকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ভোটে হেরে কিছুটা বেপরোয়া হয়ে উঠেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অল্প কিছু দিন পরই তাকে ক্ষমতা ছাড়তে হবে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের খুশিমতো ২৯ দাগী আসামীকে ক্ষমা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেই তালিকায় আছে তার বেয়াই চার্লস কুশনার ও তার দীর্ঘ দিনের পরামর্শদাতা রজার স্টোনের মতো নিকটজনও।

জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও আইনি রক্ষাকবচ দিতে চলেছেন ট্রাম্প। সৌদির সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র দফতর সূত্রে খবর, কানাডায় পলাতক ও রাজনৈতিক আশ্রয় নেওয়া সৌদি আরবের এক গোয়েন্দা অফিসার সাদ আল জাবরিকে খুনের চেষ্টা করেছিল মোহাম্মদ বিন সালমানের কিলিং এজেন্টরা। ওই হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছিল। অভিযোগ, সিআইএ’র হয়ে কাজ করছিলেন জাবরি। সৌদি রাজপরিবারের একাধিক গোপন খবর ছিল তার কাছে। যুবরাজ মোহাম্মদের নিজস্ব ঘাতক বাহিনীর কথাও জেনে গিয়েছিলেন আল জাবরি।

এদিকে, তদন্তে নেমে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ জানতে পারে, স্বয়ং যুবরাজের নির্দেশেই এই খুনের ছক কষা হয়েছিল। মার্কিন বিচারবিভাগের কাছে অভিযুক্ত ছিলেন যুবরাজ মোহাম্মদ। এবার সৌদি আরবের বন্ধুত্ব ও বোঝাপড়া মজবুত করতে তাকে সেই অভিযোগ থেকে রেহাই দিতে চলেছে মার্কিন বিচারবিভাগ।

আল জাবরিকে হত্যার চেষ্টার অভিযোগ থেকে রেহাই পেলে সৌদি রাজপরিবারের কড়া সমালোচক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনা থেকেও রেহাই পেয়ে যাবেন মোহাম্মদ বিন সালমান।

সূত্র: সিএনএন


আরো খবর