জাতীয় ২৩ ডিসেম্বর, ২০২০ ১২:২৬

দুরপাল্লার বাস ঢাকায় ঢুকবে না

মো. আতিকুল ইসলাম

মো. আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়নের ফলে বাইরের বাসগুলো ঢাকা শহরের মধ্যে ঢুকতে পারবে না।

আজ বুধবার বাস রুট রেশনালাইজেশন কমিটির নিকট আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর জন্য প্রস্তাবিত স্পটগুলোর মধ্যে কয়েকটি স্পট পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান।  

আতিকুল ইসলাম বলেন, ‘শহরের বাস শহরের ভেতরে চলবে এবং শহরের বাইরের বাস অর্থাৎ আন্তঃজেলা বাস একটি নির্দিষ্ট জায়গায় এসে থেমে যাবে। বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়নের মাধ্যমে শহরের বাইরের বাস ঢাকার মধ্যে ঢুকতে পারবে না। কারণ এখন শহরের বাসের সঙ্গে আন্তঃজেলা বাসের প্রতিযোগিতা হচ্ছে। এতে কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। সুতরাং শহরের বাসকে শহরের ভেতরে চলতে হবে এবং একটি নির্দিষ্ট রুটের মধ্যে চলতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ‘গত সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকায় ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত যেখানে ১৬০টির বেশি বাস ২৯ জনের বেশি মালিকের বাস চলাচল করে, সেখানে একটি কোম্পানির মধ্যে সবাইকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি।

বাস মালিক শ্রমিকরাও এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, ‘সবাই চাই একটি শৃঙ্খলা আনতে। তাই শৃঙ্খলা আনার জন্য শহরের বাস শহরের ফ্র্যাঞ্চাইজ রুট দিয়ে চলবে। তারই পরিপ্রেক্ষিতে এপ্রিল থেকে ঘাটারচর-মতিঝিল রুটে প্রথম (বাস রুট ফ্র্যাঞ্চাইজি) শুরু করতে যাচ্ছি।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা সেলিম রেজা, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।