খেলাধুলা ২৩ ডিসেম্বর, ২০২০ ০৭:১৮

রিয়ালে যোগ দিলেন ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক

সাবেক গোলকিপার তারকা ইকার ক্যাসিয়াস তাঁর শৈশবের ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরেছেন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর সহকারী হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে ক্লাবটি।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ইকার ক্যাসিয়াস মহাপরিচালকের সহকারী হিসেবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে যোগ দিয়েছেন। তিনি রিয়াল মাদ্রিদের একজন লিজেন্ড, যিনি ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন এবং আমাদের ইতিহাসের সেরা গোলকিপার।

টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যাসিয়াস, ঘরে আসতে পেরে গর্বিত। যতটা সম্ভব সর্বোচ্চ আকাঙ্ক্ষা আর উদ্যম নিয়ে নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলা করবো। আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে অনুশীলনের সময় হার্ট অ্যাটাক হয় ক্যাসিয়াসের। শারীরিক জটিলতায় ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে খেলা ছেড়ে দেন। এর পর থেকে শৈশবের ক্লাবে ফেরার ব্যাপারে আলোচনা করতে থাকেন। কয়েক মাস ধরে চলা গুঞ্জনের অবসান ঘটলো মঙ্গলবার।