খেলাধুলা ২২ ডিসেম্বর, ২০২০ ১১:৪১

পাকিস্তানকে লজ্জা থেকে বাঁচালেন রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে পাকিস্তানের। আজকের ম্যাচটিতে হোয়াইটওয়াশ এড়ানোই ছিল পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরে যেতে সক্ষম হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে উইকেটে হারিয়েছে শাদাব খানের দল।

সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে কিউইরা স্কোরবোর্ডে জমা করে উইকেটে ১৭৩ রান। কিউইদে পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভন কনওয়ে পাকিস্তানের পক্ষে টি উইকেট নেন ফাহিম আশরাফ।

১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। কিউইদের পক্ষে সাউদি কুগলেইন দুটি করে উইকেট নেন।

৫৯ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিট হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।