বিনোদন ২২ ডিসেম্বর, ২০২০ ০৬:৫৬

ব্যর্থ থেকে সেরা অভিনেত্রী সুস্মিতা

বিনোদন ডেস্ক

সাবেক ভারতীয় বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। দীরঘদিন ছিল টিভির পর্দার বাহিরে। দীর্ঘদিন ‘ব্যর্থ অভিনেত্রী’র তকমা নিয়ে অভিনয় থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর যখন আরিয়া সিরিজে ‘আরিয়া’ হয়ে ফিরলেন, সমালোচনাকারীদের হাততালি বলে দিল, ফুরিয়ে যাননি সুস্মিতা। শুধু তাই নয় জিতে নিলেন ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০’ তাও সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নেন তিনি।

ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার পর বিশ্বসুন্দরী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এভাবেই আমি ফিরতে চেয়েছিলাম। আরিয়া’কে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তা অভাবনীয়। আপনাদের ভালোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে বিশ্বাস করেছেন। আমার ওপর ভরসা রেখেছেন। এই অর্জন কেবল আমার একার নয়, আপনাদের সবার।’

তিনি আরও বলেন, ‘আরিয়া এমন একটি চরিত্র, যা একজন অভিনয়শিল্পীর বছরের পর বছর ধরে জমিয়ে রাখা অভিনয়ের ক্ষুধা মেটায়। এই চরিত্র যদি পরিচালক আমার কাছে নিয়ে না আসতেন, আমি নিজে গিয়ে পরিচালকের কাছে চরিত্রটি ভিক্ষা চাইতাম। চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে আমি “আরিয়া”র প্রেমে পড়ে গিয়েছিলাম। আর মনেপ্রাণে আরিয়া হতে চেয়েছিলাম।’

উল্লেখ্য, সুস্মিতা সেন দত্তক নিয়েছেন দুই মেয়ে। আরিয়া চরিত্রের সঙ্গে মিল আছে তাঁর বাস্তবের মাতৃত্বের। তিনি বলেন, ‘আরিয়া একজন মা। আমিও একজন মা। একজন মায়ের অনিরাপত্তাবোধ আমি টের পাই। আমি জানি, কখন একজন মা বেপরোয়া হয়ে ওঠেন। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, সিরিজে আমার যতগুলো কান্নার দৃশ্য আছে, সেগুলো গ্লিসারিন ছাড়াই করেছি।’