বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২১ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৯

আত্মনির্ভরশীলতায় ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রধান লক্ষ্য দেশের প্রাণশক্তি তরুণ সমাজের কর্মদক্ষতা বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রকল্পটির মাধ্যমে সারাদেশের তরুণ-তরুণীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এতে তরুণ-তরুণীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠছে এবং দেশের অর্থনীতির চাকা আরও সচল হচ্ছে

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, নিজের বস নিজে হবে

প্রধানমন্ত্রী আরও বলেন, তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি এই বক্তব্যেই আমরা বিশ্বাস করি কাজেই সেই লক্ষ্য নিয়েই যুব সমাজকে আরো কর্মক্ষম করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে অনেক তরুণই উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে আইটি সেক্টরে হাজারো তরুণের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে

দেশে ৬৪টি জেলা ৪৯২টি উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট এবং ডিজিটাল     মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বর্তমান এই প্রকল্পের আওতায় ৪০ হাজার তরুণ-তরুণীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে

সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পটি অতি অল্প সময়ে সারাদেশব্যাপী তরুণদের মধ্যে নতুন চিন্তাধারা সম্ভাবনা সৃষ্টি করার পাশাপাশি অবিস্মরণীয় সাফল্য বয়ে এনেছে প্রকল্পটির মাধ্যমে ইতোমধ্যে মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তরুণরা এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টি করেছে

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে সর্বমোট ১৫টি লট তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রেখেছে সাউথটেক লিমিটেড আই সফট কমিউনিকেশেন লিমিটেড এই দুটি প্রতিষ্ঠান এর তত্বাবধানে লট- ০৭ এর প্রশিক্ষণ কার্যক্রমটি  ফরিদপুর, মাদারিপুর, মাগুরা, গোপালগঞ্জ,      শরীয়তপুর রাজবাড়ী  মোট ৬টি জেলায় বর্তমানে চলমান রয়েছে এরইমধ্যে শুধুমাত্র লট-০৭ এর অধীনে চলমান প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৩৩২০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে ইতিমধ্যে  প্রায় ৮০  হাজার  ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সাফল্য বয়ে এনেছে প্রশিক্ষণার্থীরা

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পটির অবিস্মরণীয় সাফল্যের জন্য মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রকল্পের সিনিয়র সচিব জনাব জিয়াউল আলম এবং প্রকল্প পরিচালক জনাব আখতার মামুনকে তাদের সার্বক্ষণিক সহযোগিতা সঠিক দিক নির্দেশনার জন্য অশেষ ধন্যবাদ জানান আই সফট কমিউনিকেশেন লিমিটেড এর স্বত্বাধিকারী জাকিয়া আলম তিনি লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের উত্তোরত্তর সফলতা কামনা করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান