আন্তর্জাতিক ২১ ডিসেম্বর, ২০২০ ০৫:০৬

নেপালের সরকার ভেঙে দিলেন যে নারী

আন্তর্জাতিক ডেস্ক

২০২১ সালের নতুন সরকার গঠন হতে যাচ্ছে নেপালে আসন্ন গঠনের আগে নেপালের সরকার ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশে এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সময়ও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী আগামী বছরের ৩০ এপ্রিল ১০ মে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়

প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) অভিযোগ, তিনি সরকারি সিদ্ধান্ত নিয়োগে এনসিপিকে এড়িয়ে চলছিলেন

নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে জয় পেয়েছিলেন ওলি কিন্তু নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে অন্তরঙ্গ একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি

এদিকে শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে করেন প্রধানমন্ত্রী ওলি রোববার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ফলে সরকার ভেঙে দেওয়া হোক