বিনোদন ২০ ডিসেম্বর, ২০২০ ০৯:১০

এক যুগ পর ‘মন বসেছে পড়ার টেবিলে’

বিনোদন ডেস্ক   

প্রায় এক যুগ আগে বিয়াজ-শাবনূর জুটি নিয়ে ২০০৯ সালে ‘মন বসে না পড়ার টেবিলে’ শিরোনামের একটি সিনেমা মুক্তি দিয়েছিলেন পরিচালক আবদুল মান্নান। এবার তারই ধারাবাহিকতায় এগারো বছর পর ওই ছবির সিকুয়্যাল নির্মাণ করেছে পরিচালক আবদুল মান্নান। এবার নির্মাণ করবেন ‘মন বসেছে পড়ার টেবিলে’। এতে জুটিবদ্ধ হবেন নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা ও চিত্রনায়ক আশিক চৌধুরী।

গ
নবাগত হুমায়রা সুবহা অভিনীত পঞ্চম সিনেমা এটি। সিনেমাটি নিয়ে সুভা গণমাধ্যমকে বলেন, ‘এর আগে রিয়াজ-শাবনূর জুটির ‘মন বসে না পড়ার টেবিলে’ সিনেমাটি আলোচিত হয়েছিল। ওই সিনেমার সিকুয়্যালে অভিনয় করব। আমি আনন্দিত, উচ্ছ্বসিত। গল্পে কলেজ পড়ুয়া একজন মেয়ে আমি। আমার বিশ্বাস সবকিছু ঠিকঠাকভাবে শেষ হলে দারুণ একটি সিনেমা হবে।’

জানা যায়, মাহি কথাচিত্রের ব্যানারে রোমান্টিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। ২১ ডিসেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে চিত্রায়ণ।

এদিকে, সম্প্রতি রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন সুবহা। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শিপন মিত্র।