বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২০ ১০:০৬

স্বামীর বিরুদ্ধে বোমা ফাটালেন তমা মির্জা

তমা মির্জা

তমা মির্জা

বিনোদন ডেস্ক

গত ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন তারই স্বামী হিশাম চিশতি মামলাটিতে তমা মির্জার বাবা-মা, ভাই এবং অজ্ঞাতপরিচয় একজনকেও আসামি করা হয়

অবশেষে নিজেদের পারিবারিক বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা তমা মির্জা স্বামী হিশাম চিশতি সম্পর্কে তমা মির্জা বলেন, আমার স্বামী হিশাম চিশতি একজন সাইকো। বিশ্বাস করুন আসলেই মানসিক রোগী সে। কোন কিছুই স্বাভাবিকভাবে নিতে পারেনা সে। বিয়ের পর থেকেই আমাকে মানসিক অত্যাচারের মধ্যে রেখেছে। আমার অর্থের প্রতি লোভ তার। আমার উপার্জনের টাকা কেনো আমার পরিবারকে দেই। এটাতে বাঁধা দেয় সে। আমাকে কাজ করতেও বাঁধা দেয়।আমার থেকে টাকা নিতে ক্রমাগত চাপ প্রয়োগ করে

তমা মির্জা আরও বলেন, যৌতুকের জন্য আমাকে নির্যাতন করে হিশাম। শুধু তাই নয়, আমাকে মারধরও করেছে একাধিকবার। সামাজিক যোগাযোগমাধ্যমেও আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। বিভিন্ন জনের কাছে আমার নামে আপত্তিকর কথা বলে আসছে। আমার কাছের গণমাধ্যমকর্মীদের কাছে ফোন করে উল্টা-পাল্টা তথ্য দিচ্ছিল। যে তথ্যগুলো একেবারেই মিথ্যা। আসলেই একটা পাগল। আমি বেশ কয়েকবার তাকে জোর করে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। তার চিকিৎসার যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করে।

প্রসঙ্গত, গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তমা মির্জা। বিয়ের দেড় বছরের মাথায় এসে আলাদা থাকছেন তিনি। একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেন। মামলায় হিশাম চিশতি উল্লেখ করেছেন পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তমা তার পরিবার। অন্যদিকে যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে মামলা করেছেন তমা মির্জা

এখন কি ডিভোর্সের পথে আগাবেন, না সমাধানের পথে হাটবেন? এমন প্রশ্নের জবাবে তমা মির্জা বলেন, এই পাগলের সঙ্গে সংসার করা তো সম্ভব না। সে আমাকে ডিভোর্সও দিতে চায়না। কয়েকবার মিউচুয়াল ডিভোর্স দিতে আইনজীবীর চেম্বারে গিয়েছিলাম আমরা। সেখানে আইনজীবীর সঙ্গে খারাপ আচরণ করে চলে এসেছে। যেহেতু থানা পুলিশ হয়েছে এবার আইনিভাবেই এগোবো আমি।

দেশের একজন পরিচিত অভিনেত্রী তমা মির্জা। নদীজন চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কাজ করেছেন বলো না তুমি আমার, ‘ আমার দেশের মাটি, ‘অহংকারসহ আরও কয়েকটি ছবিতে