আন্তর্জাতিক ১৮ ডিসেম্বর, ২০২০ ১০:৫৫

বারাক ওবামা ‘এ প্রমিজড ল্যান্ড’ বিক্রি ৩৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

গত মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা বই প্রমিজড ল্যান্ডপ্রকাশ হয়েছে এরই মধ্যে এটি সর্বাধিক বিক্রিত প্রেসিডেন্সিয়াল বইয়ের আখ্যা পেয়েছে

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র কানাডায় প্রমিজড ল্যান্ড’-এর ৩৩ লাখ কপি বিক্রি হয়েছে জানা যায়, বইটির প্রথম সংস্করণে ৩৪ লাখ কপি ছাপিয়েছেন প্রকাশক এর মধ্যে গত ১৭ নভেম্বর প্রকাশের প্রথম দিনেই শুধু যুক্তরাষ্ট্র কানাডায় বইটির প্রায় আট লাখ ৯০ হাজার কপি বিক্রি হয়ে যায়

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বইমাই লাইফবিক্রি হয়েছে ৩৫ লাখ কপি এবং জর্জ ডব্লিউ বুশেরডিসিশন পয়েন্টস৪০ লাখ কপি বিক্রি হয়েছে

১৮৮০ সালে যুক্তরাষ্ট্রের ১৮তম প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্টেরপারসোনাল মেমোরিস অব ইউলিসিস গ্রান্টযখন প্রকাশ হয়, তখন ঝটপট এক লাখ কপি বিক্রি হয়ে যায় বইটি পরে আর বইটির মোট বিক্রির পরিমাণ জানা যায়নি

দুই খন্ডের প্রমিজড ল্যান্ডবইটিতে ২০০৮ সালের নির্বাচনসহ বারাক ওবামার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন অনেক তথ্য রয়েছে তার পরবর্তী বই প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি প্রেসিডেন্ট হওয়ার আগে প্রকাশিত তারড্রিমস ফ্রম মাই ফাদারদ্য অডাসিটি অব হোপলক্ষাধিক বিক্রি হয়েছিল এছাড়া তিনি শিশুদের জন্যঅব দ্য আই সিংনামে একটি বই লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্মৃতিকথা প্রকাশ করেন, যা পাঁচ মাসের মধ্যে এক কোটিরও বেশি কপি বিক্রি হয়ে যায়