বিনোদন ১৮ ডিসেম্বর, ২০২০ ০৭:১৩

অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘ট্রানজিট’

বিনোদন ডেস্ক

নির্মাতা আরিক আনাম খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রট্রানজিট সিনেমাটি ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সেখানে বেশ প্রশংসিত হয় স্বল্পদৈর্ঘ্যটি ফের নির্মাতা জানালেন নতুন সুখবরট্রানজিটআরো দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে

সিনেমাটি ফ্রান্সের স্বনামধন্য ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আর বাংলাদেশে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ক্লেরমন-ফেরান চলচ্চিত্র উৎসব বিশ্বের বৃহত্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আর ফিল্ম মার্কেট এবং বলা হয় কান চলচ্চিত্র উৎসবের পর এটিই ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ এবং মর্যাদাপূর্ণ উৎসব এই উৎসব থেকেওঅস্কার’-এর জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়ে থাকে বছর প্রায় সাত হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে কেবল ৭৮টি চলচ্চিত্রকে উৎসবের মূল প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়, যেখানেট্রানজিটস্থান করে নিয়েছে এবার উৎসবটির ৪২তম আসর আগামী ৩১ জানুয়ারি ২০২১ থেকে ফেব্রুয়ারির মধ্যে চলচ্চিত্রটির প্রদর্শনীর কথা রয়েছে

হ

এদিকে, স্বল্পদৈর্ঘ্যটির বাংলাদেশ প্রিমিয়ার হতে যাচ্ছে আসন্ন ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০২১-এর জানুয়ারিতে প্রথমবারের মতন বাংলাদেশি দর্শকেরা চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬ থেকে ২৪ জানুয়ারির মধ্যেট্রানজিটচলচ্চিত্রটি দেখানো হবে

বিশ্বে কোভিড-১৯ এর মহামারির জন্য দুটি উৎসবই কিছুটা সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শারমীন আঁখি, বৈদ্য নাথ সাহা, খায়রুল আলম টিপু, শরিফ হোসেন ইমনসহ প্রমুখ