বিনোদন ১৮ ডিসেম্বর, ২০২০ ০৪:৩২

প্রতারনার অভিযোগ শাকিব-মাহির বিরুদ্ধে

বিনোদন ডেস্ক

বিশাল প্রচার প্রচারনার মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর রাতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছেনবাব এলএলবিছবিটি। শাকিব খান অভিনীত সিনেমা  মাত্র ৯৯ টাকা ব্যয় করেছেন দর্শক দেখতে পারবে দর্শকরা কিন্তু এবার সে সিনেমা ন্নিয়ে দর্শকদের যত অভিযোগ পুরো টাকা নিয়ে দর্শককে দেখানো হয়েছে অর্ধেক সিনেমা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বাংলা সিনেমাপ্রেমী দর্শকেরা ছবির অভিনয়শিল্পী শাকিব খান মাহিয়া মাহিও বিরক্তি প্রকাশ করেছেন অনেকে এছাড়া অনেকে অনেকে, তাঁরা প্রতারণার শিকার সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দর্শকদের কেউ কেউ প্রতারণার অভিযোগে পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা করা যায় কি না, সেই পথও খুঁজেছেন

অনেকেই আবারনবাব এলএলবিছবিটি দুই খণ্ডে মুক্তির বিষয়টি আগে প্রচার না করায় একেওয়েব সিরিজবলে উপহাসও করেছেন তবে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানান, তিনি প্রতারণা করেননি অর্ধেক সিনেমা দেখানো একটা বিজনেস পলিসি

গতকাল অর্ধেক সিনেমা মুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাকিব খান বলেন, ‘দর্শকের সঙ্গে এটা অনেক বড় ধরনের প্রতারণা এটা কোনো অবস্থায় বিজনেস পলিসি হতে পারে না দেশবিদেশের সিনেমাপ্রেমী দর্শকেরা এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়েছে বলে আমার জানা নেইঅর্ধেক সিনেমা মুক্তিকেসিনেমা ধ্বংসের ষড়যন্ত্রবলেও উল্লেখ করেছেন শাকিব খান  

এটিকে দুই পর্বের ওয়েব সিরিজ আকারে চালানো হতে পারে এমন আশঙ্কা ছিল নায়ক-নায়িকাদেরও সেই আশঙ্কা অবশেষে সত্যি হয়েছে

অন্যদিকে, ‘নবাব এলএলবিসিনেমা অর্ধেক মুক্তি দেওয়ার ব্যাখ্যা দিয়ে অনন্য মামুন সংবাদমাধ্যমে বলেন, ‘কোনো প্রতারণা করিনি এমন তো নয় যে ৯৯ টাকায় পুরো সিনেমা দেখাচ্ছি না যাঁরা ৯৯ টাকায় টিকিট কেটেছেন, তাঁরা এক টিকিটেই প্রথম পার্ট দেখেছেন, পরে পরের পার্টও দেখতে পাবেন আর সিনেমাটির দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা এত বড় সিনেমা এক পার্টে মুক্তি দেওয়া সম্ভব নয় বলেই দুই অংশে দেওয়া