বিনোদন ১৬ ডিসেম্বর, ২০২০ ০৬:১৭

৫৪ দেশের ছবি নিয়ে ঢাকায় সিনেম্যাকিং উৎসব

বিনোদন ডেস্ক

করোনা মহামারিকে পেছনে ফেলে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৪ ডিসেম্বর পর্দা উঠছে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এছাড়া উৎসবের সমাপনী হবে ২৬ ডিসেম্বর।

৫৪টি দেশের মোট ১৫০টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও স্বাগতিক বাংলাদেশের ৫টি পূর্ণদৈর্ঘ্যসহ মোট ২৮টি চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। উৎসবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক টুটুল চৌধুরী। উৎসব পরিচালকের দায়িত্ব পালন করছেন সিআইএফএফ-এর প্রতিষ্ঠাতা মনজুরুল ইসলাম মেঘ। জানা যায়, এ উৎসবের আয়োজক ঢাকা ফেস্টিভাল।

মনজুরুল ইসলাম মেঘ গণমাধ্যমকে জানান, এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অপূর্ব কিশোর বীর-এর ‘আন্তর্দ্বানী’। হিন্দি ভাষার এই চলচ্চিত্রটি ২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। বলিউড অভিনেত্রী স্বপ্নাপাতি নাম ভূমিকায় অভিনয় করেছেন’।

সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইউরোপের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা গুলতেকিন বায়ির নির্মিত ‘বীর ডেনিজিনিন ডোগুম গুণু’। উৎসবের সমাপনী দিনে বিশেষ স্ক্রিনিং হবে বাংলাদেশি নারী নির্মাতা নানজিবা খানের ‘দি আনওয়ান্টেড টুইন’।

এছাড়া উৎসবের দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর ‘কিডস ফিল্ম ডে’ ঘোষণা করা হয়েছে। এই দিনে শিশুদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শক হিসেবে অভিভাবকসহ শিশুরা বিনামূল্যে সিনেমা দেখতে পারবেন। তবে আগে থেকেই টিকিট নিশ্চিত করতে হবে। ৩ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর দনিয়ায় মাসুদ মঞ্চে।