রাজনীতি ১৫ ডিসেম্বর, ২০২০ ০১:২২

‘নৌকা প্রতীকে চট্টগ্রাম সিটি নির্বাচন আরও সহজ হবে’

ডেস্ক রিপোর্ট

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করতে পারায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবার আরও সহজ হবে।

মহিউদ্দিন চৌধুরী তিনবার নাছির উদ্দীন একবার। সুতরাং আমাদের শঙ্কা অনিশ্চিয়তার কিছু নেই। এবার আমাদের জন্য আরও সহজ হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নওফেল বলেন, মহিউদ্দিন চৌধুরী মেয়র হিসেবে যখন নির্বাচিত হয়েছিলেন, তখন ক্ষমতায় ছিলো বিএনপি। ওইসময়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি কার্যালয়ে থাকার কথা ছিলো। কিন্তু মহিউদ্দিন চৌধুরী ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি না টাঙিয়ে, বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছিলেন। জন্য তিনি অনেকের বিরাগভাজন হন।

এটির কারণে এক বছরের মধ্যে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তারা পরাজয় স্বীকার করে। যেহেতু আইন অনুযায়ী ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি রাখার নিয়ম ছিলো। তখনকার সময়ের প্রধানমন্ত্রীর ছবিও ছিলো, তবে সেটি ছিলো দরজার সামনে। যাওয়ার সময় সেটি মানুষ দেখতো পেতো।বলেন নওফেল।

তিনি বলেন, মেয়র হওয়ার পর মহিউদ্দিন চৌধুরী জাতির পিতার নামে আন্দরকিল্লা জামে মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদে ১৫ আগস্ট উপলক্ষে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করতেন।

নিজেদের মধ্যে বিতর্ক থাকলেও দলীয় কর্মকাণ্ডে কিন্তু সবাই এক ছিলেন। সেই ধারাবাহিকতায় মহানগর আওয়ামী লীগ থেকে শুরু করে উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা নিজেদের মধ্যে ঐক্য আরও শাণিত করি। বিজয়ের মাসে এবং মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে অঙ্গিকার করি চট্টগ্রামের মেয়র নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে জয়ী করবো।যোগ করেন মহিবুল হাসান চৌধুরী।