খেলাধুলা ১৫ ডিসেম্বর, ২০২০ ০৩:৩৬

চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং মাশরাফি

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা ফাইনালে উঠার লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন খুলনার মাশরাফি বিন মুর্তজা ম্যাচে ৩৫ রানে উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি

সোমবার ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে দুই বল হাতে রেখেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম খুলনার কাছে ৪৭ রানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে চট্টগ্রাম

এদিন খুলনার দেয়া বড় লক্ষ্য টপকাতে গিয়ে শুরু থেকে হাঁসফাঁস অবস্থা দেখা যায় চট্টগ্রামের ইনিংসের প্রথম ওভারে লিটনের ১২ রান তোলার পর শেষ বলে স্ট্রাইকে আসা সৌম্য সরকারকে শূন্য রানে বিদায় করেন মাশরাফি

ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে লিটন দাসকে ২৪ (১৩) রানে বোল্ড করে ফেরান মাশরাফি এই উইকেট দিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ করেছেন নড়াইল এক্সপ্রেস

দলীয় ১০০ রানের মাথায় চট্টগ্রামের তৃতীয় উইকেটও তুলে নেন মাশরাফি ৩১ রান করা মাহমুদুল হাসান জয় ক্যাচ দেন ইমরুল কায়েসের হাতে এরপর একপ্রান্ত আগলে রাখা চট্টলার অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৩৫ বলে ৫৩ করে ফেরার পর আসা যাওয়ার মিছিলে মাতে চট্টগ্রামের ব্যাটসম্যানরা তবে মাশরাফি তার শেষ ওভারে নেন আরও দুই উইকেট বিদায় করেন শামসুর রহমান মুস্তাফিজুর রহমানকে

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথম মাশরাফির উইকেট শেষ পর্যন্ত চট্টগ্রাম থামে ১৯. ওভারে ১৬৩ রানে ৪৭ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে খুলনা আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকার সঙ্গী হলো চট্টগ্রাম